[English version is coming soon...]
৫ বছর ধইরা cng চালাই ঢাকায়। প্রত্যেকদিন সকালে cng নিয়া বাহির হই, দিন শেষ হইলে বাড়ি যাই খাই, ঘুমাই। আমার জীবনটা এমন পাইনশা হইতো না যদি তাহেরার সাথে প্রেম না করতাম।
কেলাস নাইনে এ থাকতে প্রেম শুরু করি তাহেরার সাথে, ভালই যাইতে ছিল, হঠাৎ কইরা তাহেরা আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করা শুরু করলো, আমি না করতে পারতাম না তাই জিনিস গুলা কিনা দিতাম।
যখন টাকা থাকত না তখন বাপের দোকানের ড্রয়ার থেইকা টাকা নিয়া কিনা দিতাম। একদিন তাহেরা কয় কক্সবাজার যাইবো, আমি না করলাম, তারপর সে কয় না নিয়া গেলে আমার সাথে থাকব না। আমি অনেক কষ্ট কইরা বাপের দোকান আর আলমারি থেইকা ৪০হাজার টাকা চুরি করি। ৭দিন তাহেরার সাথে কক্সবাজার থাইকা আসি।
আসার পর আমার বাপ আমার সাথে ঝগড়া শুরু করে, ঝগড়া করার সময় সে stroke কইরা মারা যায়। তার ২সপ্তাহ পরে তাহেরা আমারে ছাইরা চইলা যায়।
আমার পরা লেখা বন্ধ হয়া যায়। আস্তে আস্তে সব শেষ হয়া যায়। এখন পেটের দায়ে cng চালাই। তাহেরার লগে ১সপ্তাহ আগে দেখা হইসিলো সে এখন আমারে চিনেও না। প্রেম জিনিসটা ভাল না আমগর মত ছোট লোকগোর লেইগা।
0 Comments
Drop your comment here ⬇