Ednoub Private Program

ইংরেজি সাহিত্য আসলেই একটু ক্রিটিকাল পড়াশোনা!



🎓🎓অনুর্বর মস্তিকের কিছু বচন:
EDNOUB গ্রপটা এ মাসেই ২য় বছরে পদার্পণ করেছে। আমি জয়েন করেছি ৫ মাস হয়তো। আপনাদের প্রত্যাশার তেমন কিছুই দিতে পারিনি। তবুও সামান্য কিছু দিয়ে একটা প্লাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি। আমি খুব দক্ষ না। তেমন জানাশোনা ও নেই।

মোটামুটি একটা কলেজে পড়ি। ১ম বর্ষে কিছু ক্লাস হয়েছে, ২য় বর্ষে তেমন না। আসলে NU তে খুব একটা ক্লাস হয়না। আর গাইডলাইন ও তেমন একটা পাওয়া যায় না। বড় সিলেবাস, আনকমন প্রশ্ন; মোটামুটি একটা প্রতিকূল পরিবেশ। আমি ফেসবুকে অনেক গ্রুপ, পেজ খুজেছি কিন্তু ভালো কোনো প্লাটফর্ম পাইনি। অনেক কিছুই আজানা ছিলো, এখনও আছে। তবু নিজে নিজে ঘাত প্রতিঘাতে কিছুটা শিখতে পেরেছি, পরিস্থিতি বুঝার চেষ্টা করেছি।

ইংরেজি সাহিত্য আসলেই একটু ক্রিটিকাল পড়াশোনা। এখানে ইংরেজির বেসিকটা খুব দরকার, সঠিক ওয়েতে শিখতে পারাটা জরুরী।
সঠিক গাইডলাইন, পরিকল্পনা এবং নিয়মিত পড়াশোনা দরকার।

১ম ও ২য় বর্ষে সঠিক গাইডলাইন প্রয়োজন। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু আমার সে ধরনের কোনো সৌভাগ্য হয়নি। নতুনদের উৎকন্ঠা একটু বেশিই থাকে। আমি যে গাইডলাইন টা পাইনি, আমি চাই আপনারা সে পরিস্থিতি তে না পড়েন। ইংরেজি বিভাগের কেউ ভালো করলে আমার ভালো লাগবে। আপনারা সবজায়গায় ভালো করবেন এটাই প্রত্যাশা। বিভাগের প্রতিটা সদস্যকে পরিবারের মতো মনে হয়। ©EDNOUB

ইংরেজিতে ফার্স্টক্লাস কিংবা ভালো রেজাল্ট একটু কম হয়, এটা সত্য।
তবে সঠিক পরিকল্পনা, নিয়মিত এবং নিজের একটু চেষ্টা থাকলে ফার্স্টক্লাস নির্দ্বিধায় পেয়ে যাবেন। আমি অধম যখন পেরেছি আপনারা ও পারবেন। আল্লাহ চাইলে অল্প কিছু পরামর্শ আমি দিতে পারবো। যেটুকু জানি সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো।

আসল কথা হচ্ছে আপনাদের জন্য একটা বড়, ভালো প্লাটফর্ম তৈরির চেষ্টা রয়েছে। যেখানে আপনারা নিজেরাই আপনাদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান করে নিতে পারবেন। ©সাইলেন্ট লুজার

😭😭এখানে আমার কিছুটা আক্ষেপ আছে--

আপনারা আসলেই তেমনটা এগিয়ে আসছেন না। নিজে যেটা করতেছেন সেটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করা উচিত। আপনাদের সিনিয়র /জুনিয়র দের গ্রুপের সংঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এখানে কেউই আপনার প্রতিদ্বন্দ্বী না। বিভাগের কেউ ভালো ভালো করলে ইংরেজী বিভাগের নাম হবে। যখন রেজাল্ট ভালো হতে থাকবে, ভালো ভালো পজিশনে যেতে থাকবে তখন ব্রান্ডিং ভেল্যুটা বেড়ে যাবে। যার সুবিধা আপনিও পাবেন। আর জ্ঞান যতো ছড়িয়ে দিবেন ততই বৃদ্ধি পাবে। আপনি ১ টা সাজেশন পেলে সেটা সবার সাথে শেয়ার করেন, অন্যের একটু উপকার হোক। কয়েকজনের রেজাল্ট ভালো হোক, এতে তো আপনার কোন সমস্যা নেই।

আমি আসলে একটু অলস এবং কাজ ফেলে রাখা মানুষ। ইচ্ছা ছিলো অনেক বিষয় নিয়ে লেখার কিন্তু পারিনি। ইনশাল্লাহ নতুন বছরের শুরু থেকে নিয়মিত লিখবো। আশা করি আপনাদের মধ্য থেকেও অনেকই অনেক বিষয় শেয়ার করবেন এবং সাথে থাকবেন।
©সাইলেন্ট লুজার

(বিঃ দ্রঃ October 30, 2018 at 12:45 AM এ করা পোস্টটি অনেকের অনুরোধে আবারও রিপোস্ট করা হলো। আমাদের প্রত্যাশা আমরা আবারো সাইলেন্ট লুজার ভাইকে আমাদের মাঝে একটিভ অবস্থায় দেখতে পাবো)

Source: #EDNOUB
Motto: We Stand for Education


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments