Ednoub Private Program

পরীক্ষার জন্য পড়াশুরু করেননি এখনো? তাহলে এই পোস্টটি আপনার জন্য....



পড়াশুরু করেননি? একটু দাড়ান 🤔 অনেকে এখনো Book Shop এ না গিয়ে, শুধু “কি বই কিনবো কি বই কিনবো” করতেছেন, তাদের মধ্যে আবার ২য় বর্ষে কিছু ছাত্র-ছাত্রী থাকলেও ১ম বর্ষের সংখ্যাই বেশি! অনেকে তো আবার একদম বই না কিনে পিডিএফও চেয়ে বসছেন এই সময়!!!

আরে ভাই শোনেন🤫🤔, ফাইনাল পরীক্ষার রুটিন হুট করে চলে আসবে ঠিক যেভাবে ইনকোর্স আর ফরমফিলাপ এর খবর আসছে। আপনারা এখনো কিসের জন্য অপেক্ষা করতেছেন আমাকে একটু বলবেন প্লিজ? আর এই সময়ে কেউ বসে থাকে? আপনি নিজে পড়েন না দেখে অন্যরাও যে পড়ছে না- এটা ভাবা একদম ভুল! কেউ কারো জন্য বসে নেই। আপনি হয়তো আপনার ক্লাসের মোটামুটি পরিচিত কাউকে প্রশ্ন করলে, তারা হয়ত আপনাকে যাস্ট সুন্দর করে বলে দেয় যে তারা একদম কিছুই পড়েনি! কিন্তু বাস্তবে...........আশা করি বুঝতে পেরে গেছেন আমি কি বলছি? 
আমরা তো বইয়ের তালিকা দিয়েছি অনেক আগেই ছবি সহকারে, আর আপনি বইয়ের দোকানে না গেলে কি করে বুঝবেন যে কোন বই আপনার কিনতে হবে? তাই এত চিন্তা না করে সোজা বইয়ের দোকানে যান, গিয়ে বলবেন আপনি ইংরেজী অনার্স ১ম বর্ষের বই চাচ্ছেন.. যে যে বই লাগবে তারাই আপনার সামনে দিয়ে দিবে আপনি শুধু সেখান থেকে বাছাই করে আপনার প্রয়োজনমত বই কিনে নিন।

এক্ষেত্রে আমরা গ্রুপের ম্যানেজমেন্ট কমিটি বিষয়গুলো দেখার ও সমাধানের চেস্টা করে যাচ্ছি। সেই ২০১৭ সালে আমাদের এই EDNOUB গ্রুপের যাত্রা শুরু হয়। আপনাদেরকে নিয়েই যাত্রা শুরু করে আমরা এতদূর আসতে পেরেছি কেবল মাত্র আপনাদের ভালবাসায় এবং হেল্পফুল মনোভাবের কারনেই!

অন্যদিকে এগ্রুপের, সম্মানিত ও মহানুভব মেম্বারগণ যথাসাধ্য হেল্প করছে অন্যদের😍 যেটা আসলেই প্রশংসনীয়❤💙 আর যারা হেল্প পাচ্ছেন তাদের কৃতজ্ঞ থাকা উচিত ঐসকল প্রবল উৎসাহী মেম্বারদের কাছে, যারা অন্যদের সর্বদা হেল্প করতে চায়।

সর্বশেষে একটা কথাই বলবো, পরীক্ষার হলে কেউ কারো দিকে ফিরেও তাকাতে পারবে না আর এমনিতে তাকাবেও না!! এগ্রুপ থেকে যা সহায়তা পাবেন,  আপনার কলেজের অনেক স্যার/ম্যাডাম দের থেকেও সেরকম সহযোগীতা পাবেন না।
©Md Imran Hossain Khan
Administrator of EDNOUB

#EDNOUB
We Stand for Education.

EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments