Ednoub Private Program

অনার্স ১ম ও ২য় বর্ষ পরীক্ষার্থীদের জন্য সাবধান বাণী



অনার্স ১ম ও ২য় বর্ষ পরীক্ষার্থীদের জন্য সাবধান বাণী 🔕
* যে গোপন কারনে অনেকের রেজাল্ট আসে না বা ডিরেক্ট ফেল হয়।

সামনে অনার্স ফাইনাল পরীক্ষা তাই এমন কোনো ভুল করা যাবে না যেন পরীক্ষার ফলাফল প্রকাশে সমস্যা হয়। আজ আপনাদের মাঝে একটি বাস্তব সমস্যা শেয়ার করবো সেটা হলো আমরা সাধারনত পরীক্ষার খাতা পাওয়ার সাথে সাথে OMR পূরন করতে ব্যস্ত হয়ে যাই; কারন, সেটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তাই। 
কিন্তু, OMR এর সাথে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো খাতার সিরিয়াল নম্বর। 
এই সিরিয়াল নম্বর যদি খাতায়ও দেয়া না থাকে অথবা আপনার পাশের জনের খাতার সিরিয়াল নম্বরের সর্বমোট ডিজিট সংখ্যা না মেলে তাহলে অতি দ্রুত হলের কর্তব্যরত শিক্ষককে ব্যাপার টা জানান এবং তিনি এ ব্যাপারে কি সমাধান করলেন সেটি নিশ্চিত হোন। মনে করুন সবার খাতায় সর্বমোট ১২ টা ডিজিট দিয়ে সিরিয়াল নম্বর আছে কিন্তু আপনার খাতায় আছে ১১টা এখন আপনি কর্তব্যরত শিক্ষককে জানান ব্যাপারটা। যদি আপনি এমন অবস্থায় পরীক্ষা দিয়ে খাতা জমা দেন তাহলে আপনার ওই বিষয়ে অনুপস্থিত ফলাফল আসবে কারন ন্যাশনাল ভার্সিটির আইটি সেকশনে খাতার নম্বর প্রকাশের জন্য নির্দিষ্ট ঘর দেয়া থাকে সেখানে আপনার ওই খাতার ডিজিট গুলো দিয়ে পূরন করতে হয় তাই পুরোপুরি সব ডিজিট না পেলে আইটি কর্মকর্তারা বুঝতে পারেন না আসলে ডিজিট গুলো ঠিক কি কি হবে? ফলে তারা আপনার ওই সাবজেক্ট এর রেজাল্ট স্থগিত করে দেয়।
সাধারনত খাতার নম্বর ভুলের ঘটনা কম হলেও কিন্তু ০% না তাই একটু সাবধান থেকো। তাছাড়া শিক্ষক সেটা বেশিরভাগ সময় পরীক্ষার হলে বসেই তখনই দাড়ানো অবস্থায় চেক করে নেন, তাই এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। ©

এবার আসি আসল বিপদের কথায়, অনেকে ভুল করে ক্রমিক নম্বর বক্সের মধ্যে ক্রমিক নম্বর লিখতে, এক্ষেত্রে অনেক ধরনের ভুল হতে পারে। EDNOUB গ্রুপের অনেকেই এটা নিয়ে সমস্যায় পড়ে গ্রুপে পরে পোস্টও দিয়েছিল! এমনকি আমারও ভুল হয়েছিল! আমি আমার খাতার ক্রমিক নম্বর আরেকজনের উপস্থিতির প্রমান পত্রে বক্সের মধ্যে বসিয়ে দিয়েছিলাম! বোঝো তাহলে অবস্থা!! এত সাবধান থাকার পরেও এমন ভুল হয়েছিল! শেষেমেষ স্যার ব্যাপারটা কোনরকমে সমাধান করেছিলেন নিয়ম অনুযায়ী। রেজাল্টও খুব একটা ভাল আসেনি এইজন্য; আর যার বক্সে এই মহৎ কাজ করেছি তার কথা জানি না; এতো গেলো এক ধরনের ভুল। এটার নাম দিতে পারো “পৃষ্ঠা না উল্টানোর চরম ভুল” বা “চোখ থাকতেও অন্ধ”!! আসলে সবাইকে নিজের উপস্থিতির প্রমান পত্রে স্বাক্ষর এবং লেখালেখির কাজ শেষ করার পর পৃষ্ঠা উল্টাতে বলা হয় এবং সেটা সাধারণত তার পিছনের জনকে মানে পরের পৃষ্ঠাতে যার নাম দেখবে তার হাতে তুলে দেবে, না হলে কিন্তু সেই ব্যক্তির মাধ্যমে তুমিও বাশ খেতে পারো🤔 যেমনটা আমি অনিচ্ছাকৃত ভাবে একজনকে দিয়েছি! ednoub
আবার, উপরে যে প্রসেসের কথা আমি বলেছি সেখানেও যদি প্রথমে তুমি কোন বিষয়ের প্রেক্ষিতে এবং কার উপস্থিতির প্রমান পত্রে স্বাক্ষর বা লেখালেখি করতে যাচ্ছ সেটা লেখার আগেভাগেই অবশ্যই দেখে ঠিক করে নেবে; না হলে তোমার বড় ঝামেলা হতে পারে যেমন ঠিক তেমন তোমার সময়ও নষ্ট হবে অনেক। 
আর তোমার ওই বছরের সবকয়টা পরীক্ষার জন্য কিন্তু তোমার ওই একটা পাতাই বরাদ্দ করা থাকে, তাই ভুল করে অন্য বক্সে কিছু লিখলে সেটা কতটা বিপদজনক হবে একবার ভেবে দেখ!!

এরপরে আবার অনেকে খাতার ক্রমিক নম্বর বা অন্য তথ্য লিখতে ভুল করে বা কাটাকাটি করে যেটা আসলে একদমই ভুল কাজ। তাই এসব থেকে একদম সাবধান থাকবে। ednoub

শেষের একটা বিষয় সেটা হলো খাতা বাইন্ডিং বা সেলাই নেয়ার জন্য একদম অল্প সময় হাতে রাখা, যেটা একটা মারাত্মক ভুল! এতে করে অনেকে ঠিকমত খাতা জুড়ে দিতে পারেন না। আবার অনেক সময় কিছু সরকারী অফিসার টাইপ ৪র্থ পর্যায়ের কর্মচারীর খারাপ ব্যবহারে এবং অযথা তাড়াতাড়ির কারণে ঠিকমত খাতার সুতাটা আটকাতে ভুলে যায় অনেকে!! শেষে বাসায় গিয়ে টেনশনে পড়ে যায়! তাই হাতে সময় রাখা জরুরী।

শেষ একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা গ্রুপে পোস্ট করো তোমাদের কোন বই বা পড়া কেমন লেগেছে, সেটা নিয়ে ২ বা ৪ লাইনের রিভিউ দাও তাহলেই হবে। কোন প্রশ্ন থাকলে সেটার উত্তরের জন্য পোস্ট করতে পারো, আবার কেউ কিছু চেয়ে পোস্ট দিলে সেটাতে হেল্প করো। কারণ, আমাদের গ্রুপে পোস্ট এবং রিয়াকশন অনেক কম হচ্ছে ২১ হাজার+ মেম্বার হিসেবে। আমাদের টার্গেট হলো প্রতিদিন ৫০ টা থেকে ১০০ টা করে পোস্ট EDNOUB সবার জন্য ফ্রি থাকবে, আর ফ্রি রাখতে হলে পোস্ট আর রিয়াকশন চাই অনেক। 

বি দ্রঃ ছবিটা দিয়েছি বোঝানোর জন্য। এটা অনেক আগের ছবি এখনকার সময়ের সাথে কিছুটা অমিল আছে।

Post Update (28-Feb-2021):
কিছুদিন আগে, ১ম এবং ২য় বর্ষদের যেটা প্রথমে বলিনি অথবা, বলতে ভুলে গিয়েছিলাম সেটা এবার আমার সেই পূর্বের পোস্টে ভাল সাড়া পাওয়ায়😀 বলছি সেটা হলো- খাতার শুরুতে "বিষয়" এবং "বিষয়ের শিরোনাম" লিখতে কনফিউজ হয়ে ভুল করা যাবেনা। কারণ, এটাতেই অনেক ছেলেমেয়ে ভুল করে বসে....শেষে গিয়ে মাথায় বাড়ি!! কান্নাকাটি করে!😥 আসলেই এটা ভয় পেয়ে কান্নাকাটি করার মতোই ব্যাপার! ednoub

কিভাবে লিখবেন বলছি এবার-
  • "বিষয়" লিখবেন- ইংরেজী / English / আপনার যে বিষয়ে অনার্স করছেন সেটার নাম
  • "বিষয়ের শিরোনাম" এ লিখবেন ছোট করে; যাতে লেখা বেশি ধরে সেই অল্প করে সেট করে দেয়া জায়গায়- English Reading Skills / আপনি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছেন সেটার নাম।
কি এবার আর কোন কনফিউশন নেই তো?😀 আপনাদের অনুরোধে পোস্ট আপডেট করে দিলাম😀। ভাল থাকবেন। EDNOUB এর সাথে থাকুন
WE STAND FOR EDUCATION.
©Md Imran Hossain Khan | Writer & Administrator of EDNOUB
#EDNOUB
#EDNOUB

EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. 
It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB] click here
Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

1 Comments

Drop your comment here ⬇