Ednoub Private Program

ইসলামপুর আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



🔰জরুরী নিযোগ বিজ্ঞপ্তি🔰


🔸প্রতিষ্ঠান : ইসলামপুর আদর্শ বিদ্যানিকেতন


✔️পদের নাম : সহ. শিক্ষক
✔️পদসংখ্যা : ২ টি
✔️যোগ্যতা : স্নাতক/(স্নাতক অধ্যয়নরত)
✔️ধরন : ফুল টাইম
✔️বেতন : আলোচনা সাপেক্ষ
✔️গাজীপুর মহানগরীতে বসবাসরত প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো।

অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। প্রার্থীর ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল সাধারণ বিষয় পড়ানোর মনমানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০/১২/২০২১ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাতকারের জন্য অনুরোধ করা হলো।

🔸ঠিকানা : ইসলামপুর আদর্শ বিদ্যানিকেতন, ইসলামপুর, কড্ডা বাজার, ১৪ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।


☎️প্রয়োজনে : 

🔸প্রধান শিক্ষক-
মো. সাইদুল ইসলাম
01945845662

🔸সহ. শিক্ষক-
মো. বিপ্লব প্রধান
01400079047

#jobnews #kgschooljob #jobsearch #currentjobnews #jobingazipur #urgentrecruitment #teachingjob 


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments