Ednoub Private Program

Romantic Poetry Suggestion Exam 2021



#2ndYear #Course_review #NU #7College



 Romantic Poetry Suggestion Exam 2021

সুপ্রিয় ২য় বর্ষের পরিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা।
১ম বর্ষের পরপরই আপনাদের পরিক্ষা শুরু হবে। সীমিত এই সময়ের মধ্যে আপনাদেরকে ৬টি কোর্স পড়ে শেষ করে কয়েকবার রিভিশনও করতে হবে। তাই সময় নষ্ট না করে এখন হতেই পড়াশোনা শুরু করে দিন।

আপনাদের খুব বেশি উপভোগ্য একটি কোর্স হলো Romantic Poetry. ইংরেজি সাহিত্যের ইতিহাসের Romantic Period এর ৬জন বিখ্যাত কবির কিছু নির্বাচিত কবিতা দিয়ে কোর্সটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে জাতীয় বিশ্বিবদ্যালয়। এখানে আপনি পাচ্ছেন S.T. Coleridge এর Supernatural elements এ ভরপুর The Rime of Ancient Mariner, Kubla Khan এর মতো কবিতা। এছাড়াও পাচ্ছেন মহাকবি Byron এর সামাজিক ব্যঙ্গধর্মী কবিতা Don Juan..... যাহোক এই পোস্টটে পূর্নাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে যে টপিকগুলো অবশ্যই পড়বেন তার একটি ধারনা দেওয়ার চেষ্টা করছি।

🔰Part A  (10x1=10) :

মুখস্থ নির্ভর একটি অংশ। ১২ টি প্রশ্নের ১০ টি উত্তর লেখতে হবে। প্রতিটির মান এক। পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য অবশ্যই SET Suggestion ফলো করবেন। সম্ভব হলে Lecture Publication এর Sure Success Suggestion টিও পড়বেন।


🔰Part B (5x4=20) :

৮ টি প্রশ্নের ৫ টিতে উত্তর করতে হবে। উত্তরের  দৈর্ঘ্য, প্রশ্ন ও উত্তর লেখার ধরন ভেদে ২ পৃষ্ঠা থেকে ৫ পৃষ্ঠাও হতে পারে। নিচের টপিকগুলো অবশ্যই পড়বেন।
1. W. Blake as a precursor of romanticism. 
2. Differences between Introduction to Songs of Innocence and Introduction to Song of Experience 
3. Father daughter relationship in "It was a beauteous evening, calm and free"
4. "London 1802" as an Italian/Patrarchan sonnet
5. Rime of Ancient Mariner as a/n Ballad/allegory.
6. What lesson did the old sailor learn from his last journey?
7. Short note on supernaturalism
8. Short note imaginary palace of Kubla Khan
9. Byron as satirist 
10. Main features of Don Juan's character 
11. Theme of "Don Juan Canto I"
12. Byronic Hero
13. Similes in "To a Skylark"
14. Myth of Adonis 
15. Fate of P.B. Shelley as described in "Adonais"
16. Romantic elements in "Adonais"
17. Melancholy relations with beauty and joy.
18. Short note on Keat's sensuousness in Ode to a Nightingale 
19. Keats as an escapist



🔰Part C (5x10=50)

৮ টি প্রশ্নের মধ্যে ৫ টির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০। উত্তরের  দৈর্ঘ্য, প্রশ্ন ও উত্তর লেখার ধরন ভেদে ৫ পৃষ্ঠা থেকে ১০ পৃষ্ঠাও হতে পারে।
পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে টপিকগুলো অবশ্যই পড়বেন তা হলোঃ

1. Blake's treatment of childhood with reference 
2. How does Blake  represent two contrary states of human soul?
3. Three stages of growth that Wordsworth refers in "Tintern Abbey"
4. Wordsworth's attitude to childhood with reference 
5. "Kubla Khan" as an explanation of Romanticism 
6. How does Coleridge mingle natural & supernatural in the poem "The Rime of Ancient Mariner"
7. Romantic elements in Byron's Don Juan
8. Don Juan as a social satire.
9. Shelly's imagery in his poem "To a Skylark"
10. How does Shelly idealize the bird "Skylark"?
11. How does Keats establish the supremacy of art over life in "Ode on a Garcian Urn"?
12. Keats as a romantic poet.


সর্বোপরি এসব টপিকের কোনো অংশ বুঝতে অসুবিধে হলে EDNOUB গ্রুপে পোস্ট দিন। আশা করি সর্বোচ্চ সহযোগিতা পাবেন। 
এছাড়াও টপিকগুলো হ্যান্ডনোটস আকারে লিখে আমাদের হ্যান্ডনোটস গ্রুপেও পোস্ট করতে পারেন। এতে অনেকেরই উপকার হবে। 
সবার জন্য শুভকামনা রইল।

 Stay with us.
 Stay with EDNOUB 
 We stand for education.

Biplob Prodhan 
Ananda Mohan College, Mymensingh 
#Founder
#EDNOUB


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments