The Good Morrow
Bangla summary
Course Name:INTRODUCTION TO POETRY
✅John Donne-এর The Good-Morrow কবিতাটি তিন পর্বে বিভক্ত একটিছােটো গীতি কবিতা।
এটি মূলত অশরীরী প্রেমের কবিতা। কবি কবিতাটির প্রথমেই, কথােপকথনসুলভ উক্তির মাধ্যমে কৈশােরকালের অবুঝ ভালােবাসার কথা বলেছেন যা কিনা মাতৃস্তন্য পানরত শিশুর মতাে কিংবা ইসােস রাজ্যের গুহায় ঘুমন্ত সাতভাই-এর।
মতাে।
দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে পরিপক ভালােবাসাকে স্বাগত জানিয়েছেন। কারণ ভালােবাসা হওয়ার পর প্রেমিক প্রেমিকার চিত্তে কোনাে ভয় থাকে না। যদিও তারা আলাদা ভুবনে বাস করেন, তারা মিলিত হয়ে একটি নতুন জগৎ সৃজন করতে পারেন। সত্যিকারের ভালােবাসা দ্বারা তারা অন্য সকল উৎসের ভালােবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং একটি কক্ষকে রূপান্তর করতে পারেন মহাবিশ্বে। কবি প্রেমিক প্রেমিকার মুখচ্ছবিকে দুইটি গােলার্ধের সাথে তুলনা করেছেন, যেখানে বাস্তব পৃথিবীর গােলার্ধের মতাে কোনাে ঠান্ডা বা অন্ধকার নেই।
তৃতীয় পর্বে কবি বলেছেন যে, যেহেতু তাদের ভালােবাসা খাটি ও ত্রুটিহীন, তাই মৃত্যুর পরও ভালােবাসা অমর থাকবে। কোনাে কিছুই তাদের ভালােবাসাকে নষ্ট করতে পারবে না। কবি এ কবিতায় ভালােবাসার এই শাশ্বত ভাবটাকে যৌক্তিকভাবে অমরত্ব দিয়েছেন।
EDNOUB is a special helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.
0 Comments
Drop your comment here ⬇