Ednoub Private Program

Application/Formal Letter লেখার সময় যে বিষয়গুলো প্রায়ই আপনার মনে সন্দেহের সৃষ্টি করে



1) Application এ কি নিজ কলেজের/শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া/ব্যবহার যায়?

👉পরীক্ষক তো এটা দেখতে আসবেন না যে আপনি কোন কলেজের ছাত্র। তো আপনি যদি উগান্ডার কোনো কলেজের নাম দেন তাহলেও সমস্যা নাই। আর যদি প্রশ্নপত্রে নিজ কলেজের নাম ব্যবহার করা নিষিদ্ধ থাকে (যদিও সেটা কখনই থাকে না) তাহলে তো দেশে কলেজের নাম অভাব নাই। যেকোনো একটা দিয়ে দিলেন। এটার জন্য এতো প্যারা নেওয়ার কিছু নাই।


2) Application কি  ১ পৃষ্ঠা পার হলে সমস্যা হয়?

👉যারা কম জেনে কথা বলে বেশি তারাই বলবে ১পৃষ্ঠা পার হলে মার্কস কম পাওয়া যায়। অথবা যাদের মাঝে ইংরেজি ভাষার জ্ঞান কম তারাই মার্কস কম দেয়। তাই ব্যাপারটা বুঝতেই পারছেন আপনাকে কোথায় কিভাবে লেখতে হবে।
তবে সবচেয়ে ভালো হয়, Application ১ পৃষ্ঠাতেই শেষ করা। প্রয়োজনে লেখার সাইজ একটু ছোটো করুন। এটা এজন্যে যে আপনি যার কাছে আবেদনটি করছেন তিনি অবশ্যই সম্মানিত/ব্যস্ত ব্যক্তি আর এতো সময় নেই যে তিনি একটা পৃষ্ঠা শেষ করে অপর পৃষ্ঠায় যাবেন।
এখন এই লজিকটা যদি আপনার ভালো না লাগে আপনি ২ পৃষ্ঠাই লিখুন। তবে ১পৃষ্ঠার পর তার উল্টো পাশে না লিখে পাশের পেইজে লিখুন।
সহজভাবে বলতে গেলে Application একাধিক পৃষ্ঠায় লেখার প্রয়োজন হলে প্রথমে বাম পেইজ ও পরে ডান পেইজ মিলে এই ২ পৃষ্ঠাতেই লিখুন কোনো সমস্যাই নাই।

3) Application লেখার সময় নিজের নাম, রোল....লেখলে কোনো সমস্যা হয়?

👉স্কুল/কলেজের পরীক্ষায় বা ক্লাশে লেখলে কোনো সমস্যা নাই। তবে পাবলিক পরীক্ষাগুলোতো নিজের এই ব্যাক্তিগত তথ্যগুলো লেখার ক্ষেত্রে বাধানিষেধ থাকে। তাই সেখানে না লেখাই ভালো।

সবসময় চেষ্টা করবেন সংক্ষিপ্তভাবে সব/মূল বিষয় তুলে ধরতে।

#EDNOUB

Post a Comment

3 Comments

  1. Anonymous8/21/2023

    Excellent

    ReplyDelete
  2. Anonymous2/12/2024

    Thanks for this information...

    ReplyDelete
  3. Anonymous6/22/2024

    ধন্যবাদ।

    ReplyDelete

Drop your comment here ⬇