Ednoub Private Program

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশন নট-প্রমোশন, ইম্প্রুভ ও পুনঃনিরীক্ষণের নিয়মাবলী সব এক সাথে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলীঃ

An EDNOUN Presentation 

পাশ মার্কসঃ ৮০ মার্কস এর পরীক্ষায় পাশ মার্কস
হলো ৩২, পাশ করার পর ইনকোর্সের মার্কস
যোগ হবে.. ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮..
.
(১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর নিয়ম অনুযায়ী ১ম
বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য
কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং সিজিপিএ
১.৭৫ অর্জন করতে হবে..
(২) ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের
জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং
কমপক্ষে সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে..
(৩) ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের
জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং
কমপক্ষে সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে..
(৪) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /
ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহণ করা
বাধ্যতামূলক..
(৫) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না।
এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে
অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ
করতে হবে..
(৬) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য়
বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent
students)
(৭) ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য়
বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent
students)
(৮) ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ
বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent
students)
(৯) C,D গ্রেড এ যে কোন বর্ষের
ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু
যতবার Fail করবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে
পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের
মধ্যে..
(১০) রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭ বছর..
(১১) একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে
ফলাফল Not-Promoted আসবে..
(১২) Not- promoted হলে আপনি পরবর্তী
শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না..
(১৩) Not-Promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ
নষ্ট হয়ে যাবে..
(১৪) একই শিক্ষাবর্ষে ২বার Not-Promoted হলে
আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত
হবেন..
(১৫) ২বার Not-Promoted এর কারণে আপনার অনার্স
কোর্সটি বাতিল হয়ে যাবে.. ফলে আপনি আর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে
পারবেন না..
(১৬) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই
কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে..
অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না..
(১৭) যারা Not-Promoted হবে, তাদের আবার
আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে পাশ
করতে হবে..
(১৮) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা পাশ
করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে
কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার
ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে..
(১৯) শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে
পারবে..
(২০) Not-Promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে
পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয়.. তবে মান উন্নয়নের
জন্য দিতে পারবে..
(২১) C,D ইম্প্রুভমেন্ট পরিক্ষার গ্রেড় উন্নতি
করতে না পারলে Subject GPA আগেরটাই
থাকবে..
(২২) ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্চ B+
গ্রেড়ের সীমার নিয়ম রাখলেও তা এখন কার্যকর
নয়, তাই এখন যে যা পাবে তা দিয়ে দেয়া হবে..


জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স/ ইমপ্রুমেন্ট/ এবং বোর্ড চ্যালেঞ্জ
সুন্দর করে লেখে দিলাম

তার আগে যেটা সবচেয়ে বেশি important
সেটা আগে বলে নেই। জাতীয়
বিশ্ববিদ্যালয়ের নতুন রেগুলেশন, 'ছ' ও 'জ'
ধারা অনুযায়ী >>
আপনি অনার্স ৩য় বর্ষ পরীক্ষা
দিয়েছেন....
১). কিন্তু অনার্স ১ম বর্ষের কোনো বিষয়ে
এখনো ফেইল আছেন, আপনার ৩য় বর্ষের
রেজাল্ট স্থগিত থাকবে এবং ৪র্থ বর্ষের
পরীক্ষা দিতে পারবেন না।
২). ২য় বর্ষের কোনো বিষয়ে ফেইল
আছেন,
আপনি ৩য় বর্ষের রেজাল্ট পাবেন,কিন্তু
৪র্থ বর্ষের পরীক্ষা দিতে পারবেন না।
আপনাকে উক্ত বিষয়গুলোতে আগে উত্তীর্ন
হতে হবে তারপর ৪র্থ বর্ষের পরীক্ষা দিতে
পারবেন।
বিঃদ্রঃ আমাদের আন্দোলনের ফলে
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের(আমরা) ছাত্র/
ছাত্রীদের জন্য এই নিয়ম স্থগিত করা
হইছিলো, বাতিল করা হয়নি। এখন যদি
আবার কার্যকর না করা হয়,তাহলে
আপনাদের জন্য ভালো।
........ ...
এবার আসি মূল কথায়....
১).C ও D প্রাপ্ত বিষয় গুলাতে আপনি only
একবার improve দেওয়ার সুযোগ পাবেন।
কোনো improve না হলে পূর্বের রেজাল্টই(C/
D) বহাল থাকবে। জেনে রাখা ভালো যে,
আপনি এই বিষয়গুলো পরের বছরেই improve
না দিলে পরে আর দিতে পারবেন না।
২). কোনো বিষয়ে F থাকলে ঔ বিষয়ে pass
করার জন্য আপনি registration এর মেয়াদ
পর্যন্ত সময় পাবেন।

Not promoted এর A to Z

ন্যাশনাল ভার্সিটির ছাত্র জীবনের এক অভিশপ্ত
অধ্যায় not promoted.আসুন জেনে নিই কিভাবে
not promoted হয় এবং কিভাবে not promoted সমাধান
করা যায়।
অনার্স ১ম-৩য় বর্ষের বোর্ড পরীক্ষায় একই
নিয়ম প্রযোজ্য কিন্তু ৪র্থ বর্ষে not promoted
নিয়মটি ভিন্ন।
নিয়ম সমুহঃ
১.কোনো পরীক্ষায় বহিস্কার হলে সেই ইয়ার
অথবা সেই সাবজেক্ট অথবা আগামী ২/৩ ইয়ারের
জন্য not promoted হবেন এটা নির্ভর করে যিনি
আপনাকে বহিস্কার করবেন তার উপর।
২.কোনো বোর্ড পরীক্ষায় একাধিক এবসেন্ট
থাকলে ওই ইয়ার not promoted হবেন।
৩.কোনো ইয়ারে ৬০% সাবজেক্ট এ ফেইল
থাকলে not promoted হবেন।অর্থাৎ ধরুন ১ম
বর্ষে আপনার ৬টা সাবজেক্ট আপনি যদি ৪টা
সাবজেক্ট এ ফেইল করেন তাহলে আপনি ওই
ইয়ারে not promoted হবেন।
৪.কোনো ইয়ারে এক সাবজেক্ট এবসেন্ট
+এক বা একাধিক সাবজেক্ট এ ফেইল থাকলে আপনি
not promoted হবেন।
৫.এক সাবজেক্ট এবসেন্ট +সব সাবজেক্ট পাস
তাহলে আপনি কন্ডিশনাল প্রোমোটেড হবেন।
তবে পরের সেশনের সাথে ওই এবসেন্ট থাকা
সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাস করতে হবে
নয়তো আপনার সিজিপিএ আসবে না।
৬.কোনো ইয়ারে ফরম পুরন করে যদি পরীক্ষা
না দেন তাহলে আপনি not promoted গন্য হবেন।
এমন ঘটনা পর পর ২বার ঘটলে অর্থাৎ পর পর ২বার
একই ইয়ারে not promoted হলে আপনার ছাত্রত্ব
বাতিল হয়ে যাবে।এই ছাত্রত্ব ফিরে পেতে
আপনাকে উপযুক্ত কারন দেখিয়ে গাজীপুরে
পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে।
৭.একাধিক ব্যবহারিক পরীক্ষায় এবসেন্ট থাকলেও
আপনি not promoted হবেন।তবে ভাইভা পরীক্ষায়
এবসেন্ট থাকলে অন্য সকল পরীক্ষায় পাস
থাকলে কোনো সমস্যা হবে না নয়তো not
promoted হবেন।
৪র্থ বর্ষে not promoted এর নিয়মসমুহ
১.কোনো সাবজেক্ট এ ফেইল আসলে not
promoted হবেন।
২.কোনো সাবজেক্ট এ এবসেন্ট আসলে not
promoted হবেন।
৩.কোনো সাবজেক্ট এ বহিস্কার হলে not
promoted হবেন।
অর্থাৎ ৪র্থ বর্ষে কোনো প্রকার খারাপ কিছু করা
যাবে না।যদি আপনার অপর সব ইয়ারে ক্লিয়ার থাকে
আর ৪র্থ বর্ষে এসে এসব হই তাও আপনার এক
বছর নষ্ট হবে তাই ৪র্থ বর্ষে সিরিয়াস থাকবেন
পড়াশুনায়।
বিঃদ্র-- not promoted হলে পরের বার শুধুমাত্র
ফেইল/এবসেন্ট সাবজেক্ট গুলো পরীক্ষা
দিতে হয়।

Post a Comment

9 Comments

  1. Anonymous7/22/2021

    Best Informatic post for all National University Student you can get education result here

    ReplyDelete
  2. ২০১৬-১৭ সেশনে ভর্তি হয়ে যদি পরীক্ষা না দেই, এখন কি আবার পড়ালেখা করতে পারবো?

    ReplyDelete
  3. যদি শুধু ব্যবহারিক পরীক্ষা না দিতে পারি শারীরিক কারণে।কিন্তু বাকি সব subject এ পাস থাকে।তাহলে কি পরবর্তী বর্ষে ওঠাবে?

    ReplyDelete
  4. Anonymous4/26/2022

    আমার প্রথম বর্ষে নট প্রোমোটেড এসেছে এইবার পরীক্ষা দিলে ভালো পরীক্ষা দিলে কি পাশ হবে????? আর পাশ হলেও যে ৪ টা,সাবজেক্ট ফেইল সেই ৪ টা তে যদি ভালো গ্রেড ও পাই সেই গ্রেড কি দিবে??????

    ReplyDelete

Drop your comment here ⬇