Figures of Speech Bangla Discussion
Figures of Speech : ভাষার অলংকার
Figures of speech এর অর্থ হচ্ছে ভাষার অলংকার।
Figures of speech এ প্রধানত একটি sentence কে সুন্দর করতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রধানত word নিয়ে খেলা হয়ে থাকে। একজন লেখক sentence কে অসাধারণ করতে এটি ব্যবহার করে থাকেন । লেখক এর মাধ্যমে inner and outer meaning বা অর্থ ভিন্ন করে থাকেন।
Definition :
Words or phrase that makes our language beautiful, effective and impressive known as figures of speech.
O
r,
A figure of speech is a word or phrase that makes one's writing or conversation very clear, interesting in a different technique.
Or,
A word or phrase used in a non literal sense so that speech or writing more persuasive, vivid and relatable.
Figure of Speech নিয়ে কারোর আগ্রহের শেষ নেই। বিশেষ করে অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের কাছে একেবারেই নতুন একটা বিষয়। এছাড়াও প্রতিটি বর্ষেই আমরা এগুলো প্র্যাক্টিক্যালি ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষাতেও Figure of Speech এর দেখা মিলে।
এই বিশাল লেখাটিতে গুরুত্বপূর্ণ সকল Figure of Speech নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো।
★1. Simile
Simile is a figure of speech which makes an explicit comparison between two different/far-faced objects or actions with the help of as or like.
অর্থাৎ দুটি ভিন্নরকম/বিজাতীয় জিনিস বা কাজের মধ্যে সুস্পষ্ট তুলনাকে simile বলে।
Example:--
The girl is like a rose.
Life is like a dome of many coloured glass.
★2. Metaphor
Metaphor is an implied analogy in which is one thing is imaginatively compared to another dissimilar thing.
অর্থাৎ দুটি ভিন্নরকম জিনিস বা কাজের মধ্যে সুস্পষ্ট তুলনাকে metaphor বলে।তবে এখানে as বা like থাকে না।
Example:
Life is a walking shadow.
The mind is an ocean.
The city is a jungle.
★3. Synecdoche
It is a figure of speech in which one thing is referred to by another thing which is inseparably associated with it. Usually , in synecdoche a part of something stands for the whole thing or a whole thing stands for a part of it.
অর্থাৎ,কোন একটা জিনিসের সম্পূর্ণ অংশ বুঝাতে যখন ঐ জিনিসটার একটা অংশ উল্লেখ করা হয় বা একটা অংশ বুঝাতে সম্পূর্ণ জিনিসটাকে উল্লেখ করা হয় তাকে synecdoche বলে।
Example:--
I engaged ten hands(ten servant) forb he work.
Man cannot leave by bread(food) alone.
★4. Metonymy
The metonymy is a figure of speech in which something is referred to by a word which describes a quality for feature of the thing. It means a thing that is related with another thing.
অর্থাৎ,এখানে একটা জিনিস অন্য একটা জিনিসের সাথে সম্পর্কিত থাকে।
Example:
The pen(writer) is mightier than the sword(soldier).
Gray here(old people) should be respected.
★5. Personification
It is a figure of speech in which the writer puts imaginary life into a life being or thing.
অর্থাৎ,যে figure of speech এ কোন জন্তু, গাছপালা, জড় পদার্থ বা অন্য কোন কিছুর উপর মানবীক বৈশিষ্ট্য আরোপ করা হয় তাকে personification বলে।
Example:--
"Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze."
এখানে daffodils কে মানুষের সাথে তুলনা করা হয়েছে। মানুষ যেমন নাচে কবি Daffodil এর নাচকেও মানুষের নাচের সাথে তুলনা করেছেন।
So It's a personification.
★6. Hyperbole
Hyperbole is a literary device that exaggerate or gives overstatement something or someone.
অর্থাৎ hyperbole হচ্ছে এমন একটা figure of speech যার মধ্যে একটা অতিরঞ্জিত ভাব থাকে।এই অতিরঞ্জিত ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করা যাবে না।এ অতিরঞ্জনের উদ্দেশ্য humour বা emphasis তৈরি করা।
Example:-
Ten thousand saw I at a glance.
---"Daffodils" by William Wordsworth.
★7. Apostrophe
It is a figure of speech in which the writer address to someone absent or something abstract as if the person or the thing is present there.
এই figure of speech এ কোন অনুপস্থিত বস্তু,মৃত বা অনুপস্থিত ব্যক্তিকে এমনভাবে উদ্দেশ্য করে কিছু বলা হয় যেন বস্তুটি বা ব্যক্তিটি সেখানে উপস্থিত ছিল।
Example:--
Milton! thou shouldst be living at this hour.
----"London 1802" by William Wordsworth
"O Wind,
If Winter comes, can Spring be far behind".
-----" Ode to the West Wind " by P.B. Shelley
প্রথম বাক্যে মৃত কবি মিল্টনকে উদ্দেশ্য করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে west wind কে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। সুতরাং এগুলো Apostrophe এর উদাহরণ।
★8. Pathetic Fallacy
It is a figure of speech in which human emotions are attributed to nature.
অর্থাৎ,এখানে দেখানো হয় যে প্রকৃতি মানুষের সুখ দুঃখের অংশীদার।
Example:-
The rude sea grew civil at her song.
এখানে বলা হয়েছে যে রূঢ় সমুদ্র তার গান শুনে ভদ্র হয়ে গেল।
The river wept for the sorrow of the lady.
★9. Antithesis
It is a figure of speech in which opposing or contrasting ideas are balanced against each other in grammatically parallel syntax.
অর্থাৎ এই figure of speech এ পরস্পর বিরোধী বিপরীতার্থক ধারনাকে grammatical structure ব্যবহার করে পাশাপাশি প্রতিস্থাপন করা হয়।এই figure of speech এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে contrast তৈরি করে ভারসাম্য রক্ষা করা।
Example:-
Art is long, life is short.
God made the country, man made the town.
প্রথম বাক্যে art এর স্থায়ীত্যের সাথে মানবজীবনের ক্ষণস্থায়ীত্বকে তুলনা করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে ঈশ্বর ও মানুষের সৃষ্টির মধ্যে তুলনা করা হয়েছে।
★10. Epigram
The epigram is a brief, sharp and witty statement, which express a striking thought.
অর্থাৎ epigram হচ্ছে একটা সংক্ষিপ্ত, তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা যার মাধ্যমে একটা আকর্ষনীয় ধারনা প্রকাশ পায়।
Coleridge said,
What is an epigram? A dwarfish whole:
Its body brevity, and wit its soul.
"Reading maketh a full man; conference an ready man; and writing an exact man"
-----"Of Studies" by Francis Bacon
"A child is the father of a nation".
---William Wordsworth
উপরের দুটি বাক্যই সংক্ষিপ্ত, তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা প্রকাশ করে। তাই এগুলো Epigram এর উদাহরন।
★11. Oxymoron -
It is a figure of speech in which two contradictory words or phrases are combined in a single expression, producing the effect of a condensed paradox.
Simply, it means two contradictory words those are put together.
এই figure of speech এ দুটি পরস্পর বিরোধী word বা phrase কে একই expression এর মধ্যে যুক্ত করা হয়।এটাও এক ধরনের paradox.
Example:---
★He is a wise fool.
★It is an example of cruel kindness.
এখানে প্রথম বাক্যে " wise" এবং "fool" ও দ্বিতীয় বাক্যে "cruel" এবং "kindness" সম্পূর্ণ পরস্পর বিরোধী শব্দ কিন্তু একসঙ্গে ব্যবহৃত হয়ে একটি expression তৈরি করছে।
★12. Irony
It is a figure of speech in which a statement or a situation or an action which actually means the opposite idea of its surface meaning.
অর্থাৎ, Irony হচ্ছে যা বলা হয় তার উল্টোটা বুঝায়।
Irony তে সাধারণত নিন্দার্থে প্রশংসাসূচক শব্দ ব্যবহার করা হয়। Irony সাধারণত ব্যবহৃত হয় কাউকে পরোক্ষভাবে ঘা দেওয়ার জন্য। এখানে, প্রশংসাসূচক শব্দটিকে বিদ্রুপের কন্ঠে উচ্চারন করা হয়।
Example:---
★The operation was successful (means unsuccessful) through the patient died.
★13. Paradox
A paradox is a statement which is apparently self-contradictory but essentially true.
অর্থাৎ,এটিও epigram এর মতো। Paradox এর মধ্যে একটা স্ববিরোধী বক্তব্য থাকে কিন্তু সে বক্তব্য প্রকৃতপক্ষে সত্য।যেমন,George Barnard Shaw তার একটা নাটকে বলেছেন "None soldiers out of ten are cowards". এখানে,সবাই জানে সৈনিকরা সবসময় সাহসী হয় কাপুরুষ নয়।কিন্তু জীবন বাচাতে সৈন্যরাও মাঝে মাঝে কাপুরুষের মতো কাজ করে।
Another Examples:---
★There is no one so poor as a wealthy miser.
★Sweet are the uses of adversity.
★14. Litotes
It is a figure of speech in which an affirmative statement is made by the negation(অস্বীকার) of its opposite.
অর্থাৎ, এ figure of speech এ ইতিবাচক শব্দের বিপরীত শব্দের negative form ব্যবহার করা হয়।এখানে ইতিবাচক শব্দের অর্থের উপর জোর দেওয়া হয়।
Example:---
★London is no mean city
★This is no common speech(uncommon).
★15. Climax
It is a figure of speech in which words, phrases or ideas are arranged in an ascending order. It is the peak of importance in a play or in a story.
অর্থাৎ,এখানে কম গুরুত্বের ধারনাকে বেশি গুরুত্বের ধারনায় পৌছানো হয়।প্রথমে উল্লেখ করা হয় সবচেয়ে কম গুরুত্বপূর্ন বিষয়কে তারপর আস্তে আস্তে বেশি গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা হয়।
Example:---
★I came, I saw, I conquered.
এখানে আস্তে আস্তে গুরুত্বের পর্যায় বাড়ানো হয়েছে।
Another examples of climax are:---
★"Some books are to be tasted, others to be swallowed, some few to be chewed and digested".
" Of Studies" by Francis Bacon.
★He smiles, he laughs and he roars.
★★The climax is happened at the end of a play, story, drama etc.
★16. Anti-climax or Bathos
Anti-climax or Bathos is a statement in which there is a sudden fall from the serious to the trivial or from the sublime to the ridiculous.
অর্থাৎ Anti-climax বা Bathos হচ্ছে Climax এর বিপরীত। Climax যেখানে কম গুরুত্বপূর্ণ বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসের দিকে ঊর্দ্ধক্রম অনুসরণ করা হয় সেখানে anti-climax এ বেশি গুরুত্বপূর্ণ বিষয় থেকে কম গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ক্রমান্বয়ে নিচে নামা হয়।
It shows a fall from the lofty to the mean, from the elevated to the commonplace.
Example:---Poets and pigs are not appreciated until they are dead.
এখানে Poet ও Pigs এ বিশাল কিছু থেকে একেবারে ক্ষুদ্র কিছুতে পতন।এটাই anti-climax.
★Another example of anti-climax is:---
So over violent or over civil
That every man with him was God to Devil.
-----"Absalom and Achitophel" by
John Dryden. #ednoub
★17. Alliteration
Alliteration is a figure of speech in which there is a repetition of consonant sounds at the beginning of words or phrases on a sequence.
এখানে পাশাপাশি কয়েকটা শব্দের শুরুতে কিংবা মাঝখানে কোনো একটা consonant sound এর পুনরাবৃত্তি ঘটে একেই alliteration বলে।
Example:---
Full fathom five thy father lies.
The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.
----"Rime of the Ancient Mariner"
by Samuel Taylor Coleridge.
এখানে "f" and "b" বারবার পুনরাবৃত্তি ঘটছে এবং উভয়ই consonant. তাই এগুলো alliteration এর উদাহরন।
★18. Sarcasm
It is a figures of speech which makes a harsh, cutting and scornful remark about someone.
অর্থাৎ,কাউকে বা কারো সম্পর্কে যখন রূঢ় এবং ঘৃণাব্যঞ্জক কোনো কিছু বলা হয় তখন সেটাকে sarcasm বলে।
Example:---
His bark is worst than his bite.
You are more beastly than beast.
এখানে কারো সম্পর্কে ব্যঙ্গসূচক প্রশংসা করা হয়েছে। তাই এগুলো sarcasm এর উদাহরন।
★19. Pun
It is a figure of speech which involves two or more meaning.
অর্থাৎ,এখানে একটা শব্দের একাধিক অর্ধ থাকে।
Example:---
An honest man lies abroad for the good of his country.
এখানে "lies" মানে "মিথ্যা" বা "শোয়া" উভয়ই হতে পারে।
If a women loses her husband, she pines for a second.
এখানে "second" মানে সময় বা ঐ মহিলার দ্বিতীয় স্বামী উভয়ই হতে পারে। সুতরাং এগুলো pun এর example.
★20. Allegory
It is a literary form in which one story is told in the guise of another story. An allegory is a story of double meanings. Simply, it has a hidden meaning.
অর্থাৎ,এখানে একটি চরিত্র, ঘটনা, পরিবেশ দ্বারা অন্য চরিত্র, ঘটনা, পরিবেশ সৃষ্টি করে। এখানে একটা জিনিসের দুইরকম অর্থ থাকে।এটার মধ্যে একটা লুকায়িত অর্থ থাকে।
★Example:---
*Spenser's "The Faerie Queen" an allegorical poem in which the knights represent virtues of chastity and holiness.
*" Rime of the Ancient Mariner" is also an allegorical poem. Because here the poet wanted to teach us to show divine love all creatures of God.
★21. Sarcasm
It is a figures of speech which makes a harsh, cutting and scornful remark about someone.
অর্থাৎ,কাউকে বা কারো সম্পর্কে যখন রূঢ় এবং ঘৃণাব্যঞ্জক কোনো কিছু বলা হয় তখন সেটাকে sarcasm বলে।
Example:---
His bark is worst than his bite.
You are more beastly than beast.
এখানে কারো সম্পর্কে ব্যঙ্গসূচক প্রশংসা করা হয়েছে। তাই এগুলো sarcasm এর উদাহরন।
★22. Anaphora
Anaphora means repetition of a word or phrase at the beginning of two or more successive versus lines, clauses or sentences.
Anaphora বলতে বুঝায় যেখানে কোন শব্দ বা phrase একাধিকবার ব্যবহৃত হয়।
Alliteration এবং Assonance যেখানে শুধুমাত্র letter বা বর্ণ নিয়ে আলোচনা করে সেখানে anaphora একটা word বা শব্দ নিয়ে আলোচনা করে।
★Example:---
*"So long as man can breathe, or eyes can see,
So long lives this and, and this gives life to thee".
----William Shakespeare " Sonnet 18".
এখানে "so long" এর পুনরাবৃত্তি ঘটেছে তাই এটি anaphora এর উদাহরন।
★23. Aphorism/aphoristic style
Aphorism means a terse, memorable expression of a universal truth.
Aphorism মানে সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ এবং চিরন্তন সত্য অভিমত কেই বুঝায়।
★Example:----
Francis Bacon তার প্রবন্ধগুলোতে প্রচুর পরিমানে aphorism এর ব্যবহার করেছেন।যেমনঃ--
*"Wives are young men's mistresses; companions for middle age; and old men's nurses".
------" Of Marriage and Single Life "
by Francis Bacon
*"That it is impossible to love and to be wise".
------"Of Love" by Francis Bacon
*"To err is human, to forgive divine ".
-----"An Essay on Criticism" by Pope
★24. Blank Verse
Blank verse means iambic pentameter lines without rhyme at the end. In blank verse, the last word of a line doesn’t rhyme with the last word of any of the successive lines.
Blank verse এর বাংলা অর্থ অমিত্রাক্ষর ছন্দ। অর্থাৎ,মিলহীন iambic pentameter লাইনগুলোকেই blank verse বলে।
★Example:----
*"It little profits that an ideal king,
By this still hearth, among these barren crags,
Match'd with an aged wife, I mete and dole Unequal laws unto a savage race,
That hoard, and sleep, and feed, and know not me.
------" Ulysses" by Alfred Lord Tennyson
এখানে কোনো লাইনের সাথে অন্য কোনো লাইনের ছন্দের মিল নেই।একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা।তাই এগুলো blank verse বা অমিত্রাক্ষর ছন্দ।
★25. Caesura
Caesura is a pause or break in the rhythmic progression in a verse line. It us indicated by the mark "||".
Caesura হচ্ছে কোন গাঁথার লাইনের মধ্যে ব্যবচ্ছেদ করা।একে "||' সমান্তরাল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।
★Example:--
*"So long as men,||or eyes can see
So long lives this,||and this gives life to thee".
----William Shakespeare " Sonnet 18".
এখানে উভয় লাইনেই একাধিক phrase বা clause আছে।আর উভয় লাইনই দুটি অংশে বিভক্ত। তাই ওখানে || (সমান্তরাল) চিহ্ন ব্যবহার করা হয়েছে।
ব্যবহার করা হয়েছে।
ব্যবহার করা হয়েছে।
*"To err is human, || to forgive is divine".
----Pope "An Essay on Criticism ".
★26. Catharsis
Catharsis is the purgation or purification of pity and fear in a tragedy. A dramatic presentation of sufferings or death arouses pity and fear in the spectators, after watching such scenes, they feel relieved of those harmful emotions.
অর্থাৎ,অভিব্যক্তির মাধ্যমে যখন ভারাক্রান্ত মন হালকা হয়,ব্যক্তি তার স্বাভাবিক ভারসাম্য ফিরে পায় এবং সর্বশেষে হৃদয় পরিশুদ্ধ হয় তাকে catharsis বলে।
★Example:---
*In Oedipus Rex, a Greek tragedy, Oedipus unknowingly marries his mother. At the end of the play, when the tragic mistake has been revealed, Jacosta commits suicide and Oedipus gouges his eyes out. Both characters experience release. Jocasta, by seeking release in death; Oedipus by doing penance by gouging out his own eyes.
★27. Assonance
Assonance means repetition of a vowel sound in a successive verse lines that makes a rhyme.
অর্থাৎ, Assonance মানে যেখানে vowel sound এর পুনরাবৃত্তি ঘটে।
★Example :----
*"Studies serve for delight, for ornament and for ability".
-------"Of Studies " by Francis Bacon
এখানে "i" এবং "a" এর বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাই এগুলো assonance এর উদাহরন।
★28. Conceit
Conceit is a comparison between two far-fetched objects or things of different kinds.
conceit হচ্ছে দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা।
John Donne used a several conceit in his writings.
★Example:---
*"Where can we find two better hemispheres,
Without sharp North, without declining West?"
-----"Good Morrow" by John Donne
*But suck'd on country pleasures, childishly?
Or snorted we in the seven sleepers den?"
★29. Consonance
Consonance is the reputation of consonants without similar vowels for two or more times at the end of an accented syllable.
অর্থাৎ consonance হচ্ছে যেখানে দুই বা ততোধিক consonant এর পুনরাবৃত্তি ঘটে।
★Example:---
*"Rough winds do shake the darling buds of May".
-----William Shakespeare "Sonnet XVIII".
এখানে "ds" (winds, buds) consonant sound এবং এটার দুইবার পুনরাবৃত্তি ঘটছে। তাই এটি consonance এর উদাহরন।
★30. Dramatic Irony
Dramatic irony is a dialogue or situation which conveys a meaning to the character or characters on stage but its opposite meaning to the audiences.
অর্থাৎ dramatic irony হচ্ছে যেখানে দর্শকরা প্রকৃত সত্য সম্পর্কে অবগত থাকে কিন্তু প্রধান চরিত্র সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকেন।
Sophocles তার "Oedipus the King" নাটকে প্রচুর dramatic irony এর ব্যবহার করেছেন।
★Example:---
*"I Oedipus,
Whose name is known afar".
------Sophocles "Oedipus the King"
এখানে Oedipus তার গর্বের কথা জোর দিয়ে বলেছেন কিন্তু এখানে সেই হচ্ছে " unclean thing", "curse polluter".এটাই dramatic irony.
*" Shameless, brainless, shot less, slot".
-----Sophocles "Oedipus the King".
Here is the shameless, brainless man who killed his father and marry his mother.
★31. Dramatic Monologue
Dramatic monologue is a lyric poem in which a single speaker expresses his/her thoughts and feelings to the silent listener.
অর্থাৎ dramatic monologue হচ্ছে যেখানে
শুধুমাত্র একজন বক্তা থাকবে যে কিনা তার চিন্তাভাবনাগুলি ব্যক্ত করবে নীরব শ্রোতাদের কাছে। অর্থাৎ এখানে শুধুমাএ বক্তা একাই কথা বলনে এবং অন্যরা শুনবে।
★Example:---
*"The Patriot",. "Ulysses " হচ্ছে dramatic monologue এর উৎকৃষ্ট উদাহরণ। এখানে শুধু একজন বক্তাই তার মনের ভাব প্রকাশ করে।তাই এগুলো dramatic monologue এর উদাহরন।
★32. Hamartia
Hamartia is an error or a flaw in the character of the protagonist of a tragedy.It causes the fall of the protagonist from the zenith of his success to the nadir of his misery.
Hamartia হচ্ছে গর্বের কারনে যখন কোন ট্রাজেডির প্রধান চরিত্রের করুন এবং দুর্ভাগ্য অবস্থা নেমে আসে। অর্থাৎ অতিরিক্ত গর্বের কারনে যখন কোন ব্যক্তি তার উন্নতির সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তার এই করুন পরিস্থিতিকে Hamartia বলে।
★Example:---
*In "Dr. Faustus" he was thirst for god-like power. That destroyed him. So its his hamartia
*In "King Oedipus" he was very proud that fall down him from the zenith to the nadir. He was the king of Thebes but at last he was banished like a beggar.
#ednoub_private_program
★33. Couplet
Couplet means two verse lines that is rhyming together at the end.
Couplet বা দ্বিপদী হচ্ছে দুটি লাইনের মধ্যে ছন্দের মিল।
★Example:---
*"Blow, blow thou winter wind,
Thou art not so unkind".
-----Shakespeare "As You Like It".
এখানে প্রথম ও দ্বিতীয় লাইনের শেষ শব্দ হচ্ছে "wind" এবং "unkind"। এর মধ্যে ছন্দের মিল আছে তাই এটি couplet এর উদাহরন।
*" The woods are lovely, dark and deep,
But I have promises to keep
And miles to go before I sleep,
And miles to go before I sleep".
★34. Imagery
Imagery is the collection of some images.
অর্থাৎ কোন পুরোনো স্মৃতি মনে রাখাকেই imagery বলে।
★Example:---
To Autumn" কবিতায় কবি অনেক imagery এর ব্যবহার করেছেন।
*"Season of mists and mellow fruitfulness,
Close bosom-friend of the maturing sun;"
এখানে লাইন দুটি পড়ার সময় আমাদের মনে একটা কাল্পনিক চিত্র অঙ্কিত হয় যেখানে পাকা পাকা ফল ঝুলে আছে। এটাই imagery.
★35. Negative Capability
Negative capability means where the writer to keep himself aloof from his writings. It is synonyms of objectivity.
John Keats used negative capability in his writings.
অর্থাৎ negative capability হচ্ছে যেখানে লেখক তাকে তার পছন্দ, অপছন্দ,অাবেগ,চাওয়া-পাওয়া থেকে সম্পূর্ণ দূরে রাখেন।
★Example:---
*"It little profits that an idle king,
By thus still hearth, among these barren crage,"
★36. Objectivity
Objectivity means where the writer to keep himself aloof from his writings. It is synonym of negative capability .
John Keats used vividly objectivity in his writings.
অর্থাৎ objectivity হচ্ছে যেখানে লেখক তাকে তার পছন্দ, অপছন্দ,অাবেগ,চাওয়া-পাওয়া থেকে সম্পূর্ণ দূরে রাখেন।
★Example:---
*"It little profits that an idle king,
By thus still hearth, among these barren crage,"
★37. Ode
An ode is a lyric poem that begins with an address to someone or something and ends with a consolation.
অর্থাৎ ode হচ্ছে এক ধরনের গীতিকবিতা যা কোন কিছু বা কাউকে সম্বোধন/উদ্দেশ্য করে লেখা হয় এবং সান্ত্বনার মাধ্যমে শেষ হয়।
★Example:----
"Ode to the West Wind"
"Ode to Nightingale"
"Ode to Psyche"
"Ode to a Grecian Urn"
★38. Soliloquy
Soliloquy is a dramatic technique of speaking alone on stage. It is a dramatic technique of exposing to the audience the intentions, thoughts and feelings of a character who speaks to himself while no one remains on stage.
অর্থাৎ,soliloquy হচ্ছে নিজের সঙ্গে কথা বলা। এখানে মঞ্চে উপস্থিত একজন তার মনের উদ্দেশ্য, মানসিক অবস্থা প্রকাশ করে কিন্তু মঞ্চে কেউ উপস্থিত থাকে না।
★Example:----
*"To be, or not to be, that is the question: Weather 'tis noble in the mind to suffer
The slings and arrows of outrageous Fortune,
Or to take arms against a sea of troubles
------Shakespeare: "Hamlet", Act III, Scene I.
★39. Sonnet
A sonnet is a kind of lyric poem consisting of fourteen iambic pentameter lines intricate by a rhyme scheme.
Sonnet বা চর্তুদশপদী কবিতা হচ্ছে কবিতা লেখার একটি ধরন।যেখানে ১৪ টি লাইন থাকে যেগুলি আয়াম্বিক পেন্টামিটার এবং একটি নির্দিষ্ট ছন্দরীতি অনুসরণ করে।
Italian poet Petrarch first used sonnet. Sir Thomas Wyatt first introduced sonnet into English Literature. Mainly there are 3 kinds of sonnet.
1.Shakespearian or English sonnet
2.Italian of Petrarchan sonnet
3.Spenserian sonnet
Shakespearian sonnet is a kind of sonnet that is consisting of 3 stanzas and a couplet. Its rhyme scheme is abab cdcd efef gg.
★Example:---
*Shakespearian sonnet 1-154.
*London -1802
----William Wordsworth
★40. Onomatopoeia
Onomatopoeia is a figure of speech in which the sound of the words and phrases suggests the sense. Here sense refers to our five senses.
অর্থাৎ onomatopoeia হচ্ছে এক ধরনের figure of speech যেখানে কবির ব্যবহৃত শব্দগুলি পাঠকের মনে একটা অনুভূতির সৃষ্টি করে।
★Example:---
*With fruit the vines that round the thatch-eaves run".
------"To Autumn" by John Keats
★★★Bibliography ★★★
1. Different Sources of Internet
2. An ABC of English Literature
3. NTC's Dictionary of Literary Terms
4. EDNOUB Foundation
0 Comments
Drop your comment here ⬇