( বইটির মাধ্যমে যে কেউই ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন এবং অপরকে কথা বলানো শেখাতে পারবেন।)
......
ইংরেজি শেখার শুরুটা কোথা থেকে হয় এবং কিভাবে শুরু করবেন জেনে নিন -
Letter → Word → Parts of Sentence → Sentence → Question → Topics
.
এখন ভেঙ্গে ভেঙ্গে জানুন -
........
১. ইংরেজির প্রতিটি অক্ষর/ Letter ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয় এবং সাথে International Phonetic Alphabet (IPA) Sound কেমন হয় তা জানতে হবে।
.
তাই এই বইটিতে প্রতিটি অক্ষর/ Letter ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ কেমন হয় এবং প্রতিটি অক্ষর কতভাবে উচ্চারিত হয় তা দেখানো হলো। Silence of Letter অর্থাৎ Letter উচ্চারণ হয় না এমন ১৩৬২টি Word দেওয়া হল।
:
২. প্রতিটি Word-এর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ সহ কোনটির Short Sound হয় এবং কোনটির Long Sound হয় এমন বিষয়গুলি জেনে শুনে পড়তে হবে এবং একটি শব্দ থেকে কিভাবে একাধিক শব্দ বানিয়ে পড়া যায় ও অন্যান্য শব্দ যোগ করে পড়া যায় তা জানতে হবে।
.
এই বইতে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখিয়ে ৯৪৯৭টি শব্দ + অর্থসহ দেওয়া হলো। ইনশাআল্লাহ এই word-গুলো আয়ত্ত করতে পারলে উচ্চারণের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।
:
৩. বাক্যাংশ অর্থাৎ দুই থেকে তিন, চার বা পাঁচটি শব্দের মাধ্যমে বাক্যাংশ তৈরি করা জানতে হবে।
.
এই বইতে ৪৫১০টি বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। এদের আলোকে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন।
:
৪. Sentence বাক্য তৈরি করে পড়ার কৌশল জানতে হবে। এর সাথে কিভাবে বড় বড় Sentence তৈরি করা যায় তা-ও জানতে হবে।
.
এই বইতে Sentence তৈরি করার জন্য ৪৮৫টি নিয়ম দেওয়া হয়েছে। এদের আলোকে হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারবেন। আর, বড় বড় বাক্য তৈরি করার জন্য বাক্যাংশের সাহায্য নিতে হবে।
:
৫. Question তৈরি করার কৌশল জানতে হবে। যে যত প্রশ্ন করতে পারবেন তিনি তত দ্রæত উত্তর তৈরি করতে পারবেন।
.
এই বইতে ৬৮৯টি প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। এরূপ প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে যে কেউই ইংরেজিতে কথা বলা শিখে যাবে। এছাড়াও কিভাবে সাধারণ বাক্যকে Wh-Word দিয়ে প্রশ্ন করবেন এরূপ অনেক কৌশল দেওয়া হলো।

৬. Topics/ কথাপ্রসঙ্গ- ১০-১৫টি বা এর চেয়েও বেশি বাক্যের মাধ্যমে বিভিন্ন কথাপ্রসঙ্গ তৈরি করতে হবে।
.
এই বইতে দৈনিক ব্যবহৃত হয় এমন ৩৫টি Speaking Practice/ Topics দেয়া হয়েছে। এগুলো Practice করার মাধ্যমে যে কেউই ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে, ইনশাআল্লাহ। এছাড়াও How to Increase Sense development অর্থাৎ কিভাবে দ্রুত চিন্তাশক্তি বাড়াবেন, সে সকল কৌশল দেওয়া হয়েছে।
বইটি কুরিয়ারে পেতে WhatsApp এ যোগাযোগ করুন : 01400079047
বইটি কুরিয়ারে পেতে WhatsApp এ যোগাযোগ করুন : 01400079047
0 Comments
Drop your comment here ⬇