Ednoub Private Program

Glossary of literary terms by Ripon Sen of EDNOUB

 


>>>>>>Literary Term:Part-3>>>>>>

              (Metaphor Vs Simile)


Metaphor(রুপক):যখন দুটি আলাদা ব্যাক্তি /বস্তু/বিষয়ের মধ্যে কাল্পনিকভাবে তলনা করা হয়, যেখানে তুলনা ব্যাপারটিতে/বাক্যটিতে As,Like,Alike, The same as,Similar,As...as,So...as,Resemble, As if শব্দগুলো সরাসরি উল্লেখ থাকে না তাখন তাকে

Metaphor বলে।।

Example:

• Nazrul is fire.

• Nazrul is a bird.

• Life is a dream.

• The world is a stage.


Simile(উপমা):যখন দুটি আলাদা ব্যক্তি/বস্তু /বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করা হয়,যেখানে তুলনার ব্যাপারটিতে/বাক্যটিতে As,Like,Alike The same as,Similar,The same, As...as,So...as,Resemble, As if শব্দগুলো সরাসরি  অবশ্যই উল্লেখ থাকে  তাখন তাকে simile বলে।।

Example:--

• Nazrul is like fire.

• Nazrul is like  a bird.

 • Your eyes like Sunshine.

 • Life is as tedious as an old tale.

 

Personification(ব্যক্তিরুপে প্রকাশ):যখন কোন জড় বস্তু বাক্যে Active/ সক্রিয় subject না হয়েও  subject আকারে বসে তখন উক্ত subject টিকে personification বলে।।  

Example:---

 • (Time) never wait for none.

 • (Faith) answered.

 • The (camera) loves me.

 • The (sun) greeted me this morning.

 

 Rhyme(ছন্দমিল):একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দগুলোকে Rhyme(ছন্দমিল) হিসেবে সংজ্ঞায়িত করা যায়। Rhyme হচ্ছে অন্তমিল,শব্দসমূহের শেষ অংশে উচ্চারণের মিল।।

Example::Light,fight,bite,kite,might etc


Alliteration(স্বরসাদৃশ্য):একই রকম বর্ণ অথবা শব্দাংশ কিংবা উচ্চারণের পুনরাবৃত্তি ঘটাকে Alliteration বলে।।

Example :--

 • Birds of the (f)eather (f)lock together.

 • Ten,thousands,tossing.

 • Beside,beneath,breeze.


......... ......  💜💜💜💜................

RIPON SEN

Post a Comment

0 Comments