Ednoub Private Program

GULLIVER’S TRAVELS (গালিভারের ভ্রমণবৃত্তান্ত) By Jonathan Swift (A REVIEW)




GULLIVER’S TRAVELS
(গালিভারের ভ্রমণবৃত্তান্ত)

By Jonathan Swift

(A REVIEW)

বিখ্যাত এই জনাথান সুইফটের জন্ম ১৬৬৭ খৃষ্টাব্দে, আয়ারল্যান্ডের প্রাণকেন্দ্র খ্যাত ডাবলিন শহরে। তার জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়েছিল। কাকা গডউইন সুইফটের অভিভাবকত্বে কিলকেনিতে স্কুলে ও ডাবলিনের ট্রিনিটি কলেজে তিনি পড়াশুনা করেন।

১৬৮৯ খৃষ্টাব্দে স্যার উইলিয়াম টেম্পলের সেক্রেটারির পদ গ্রহণ করে বছর খানেক সুইফট ঐ পদেই বহাল থাকেন। মাঝে ধর্ম যাজকত্বের পরীক্ষা পাশ করে কিছুকাল পাদ্রীর কাজও করেন। টেম্পলের বাড়িতে থাকাকালে বিস্তর পড়াশুনা ও বহু জ্ঞানীগুনীর সাক্ষাৎ পরিচয় লাভের সুযোগ ঘটে এবং রাষ্ট্রনীতি সম্পর্কে সুইফটের একটা সুস্পষ্ট ধারণাও জন্মায়। ঐ বাড়িতেই তিনি এস্থার জনসনের গৃহশিক্ষকরূপে নিযুক্ত হন। পরে ঐ কন্যার উদ্দেশ্যেই তার বিখ্যাত গ্রন্থে Journal to Stella রচিত হয়েছিল। এস্থারই ছিল ষ্টেলা।


টেম্পল ১৬৯৯ খৃষ্টাব্দে মারা যান। তারপর সুইফট আর্ল অফ বার্কলির গৃহে পাদ্রীর পদে নিযুক্ত হন এবং নানান স্থানে পাদ্রীর কাজ করেন। এই অবসরে তিনি Doctor of Divinity উপাধিও লাভ করেন।


এদিকে এস্থার জনসনের সঙ্গে তার গভীর বন্ধুত্ব, লোকে নানা কথা বলে, কিন্তু সুইফটের বিবাহে মন নেই। বয়সের অনেক ব্যবধান, তার স্বাস্থ্যও ভালো নয়, মাথা ঘোরে, থেকে থেকে কানে শোনেন না, স্নায়ুর দুর্বলতা অনুভব করেন।


১৭০১ খৃষ্টাব্দ থেকে ১৭০৪ খৃষ্টাব্দের মধ্যে অনেকবার লন্ডন গিয়েছিলেন ও বিখ্যাত লেখক এডিসন, পোপ, স্টিলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। ১৭০৭ থেকে কার্যব্যপদেশে লন্ডনে বাস করেছিলেন ও কাব্য-রচনা এবং নানা ধরনের বিতর্কে যোগদান করে ব্যঙ্গরস রচয়িতা বলে তিনি বেশ খ্যাতি লাভ করেছিলেন।


১৬০৯ খৃষ্টাব্দে আয়ারল্যান্ডে ফিরে, পরের বছর সুইফট পুনরায় লন্ডনে গিয়ে রাজনীতিতে যোগদান করেন ও টোরিদের পক্ষ অবলম্বন করে অনেক প্রবন্ধ রচনা করেন। কিন্তু প্রভূত খ্যাতি-লাভ ও যোগ্যতা সত্ত্বেও চার্চের ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ হল না।
১৭১৩ খৃষ্টাব্দে সুইফট ডাবলিনে ডীন অফ সেন্ট প্যাট্রিক পদে নিযুক্ত হলেন। এদিকে রানী অ্যানের মৃত্যুর সঙ্গে টোরিদের পরাজয় হল ও সুইফটের ক্ষমতাও হ্রাস পেল। আর তার প্রিয় সেই ইংল্যান্ডে এসে বাস করা হল না, অথচ জন্মভূমি আয়ারল্যান্ডেও মন বসে না।..........



(বাকিটুকুসহ পুরো আর্টিকেলটি পিডিএফ আকারে দেয়া হবে এবং সরাসরি আমাদের ব্লগে পাবলিশ করা হবে)

Post a Comment

0 Comments