The Faerie Queene | Moral Lesson
প্রায়শই বলতে দেখা যায় যে, ইংরেজি সাহিত্য থেকে শেখার কিছু নেই। বিশেষ করে নৈতিক কিছু শেখার নেই। অন্যভাবে বলতে গেলে, ইংরেজি সাহিত্যে Vulgarity ভরপুর। উদাহরণস্বরূপ, অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের অনেকের কাছেই "Don Juan" কবিতাটি Vulgar লেগে থাকে। এটা সত্যি যে, এই কবিতাটিতে Vulgarity ছিলো, তবে ছিলো নৈতিক শিক্ষাও।
যাই হোক, ৩য় বর্ষের একটি কবিতা সম্পর্কে বলবো, নাম "The Faerie Queene". কবিতাটিতে অসম্ভব সুন্দর একটি নৈতিক শিক্ষার বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে যে, Holiness (পবিত্রতা) ও Truth (সত্য) একসাথে যুক্ত থাকলে যেকোনো অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখানে (Holiness) পবিত্রতা বলতে ধর্মীয় অনুশাসন পালন এবং Tuth (সত্য) বলতে সঠিক বা ন্যায়ের পথ বুঝানো হয়েছে। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি বা দল তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন সঠিকভাবে পালন করে সত্যের পথে এগোয়, তাহলে পৃথিবীর কোনো বাধাই তাদের আটকাতে পারবেনা। এই বিষয়টি বাস্তব জীবনের আঙ্গিকে চিন্তা করলে দেখা যায়, আমরা হয়তো সবসময় নিজ নিজ ধর্মীয় অনুশাসন মানলেও সত্য থেকে দূরে সরে যাই, মিথ্যেকে আশ্রয় নেই ভালো কিছু পাবার জন্য। কিন্তু আসলে কি তাতে আমাদের ভালো কিছু হয়? সকল ধর্ম আমাদের সকলের মঙ্গলের কথা বলে, সত্যের পথে চলার কথা বলে। ধর্মীয় অনুশাসন মেনে যদি আমরা সত্যের পথে চলি, জীবনের সকল বাধা অতিক্রম করা সম্ভব।
যারা আগে পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টি। যারা এখনো পড়েননি, তাদের জন্য কবিতাটি Highly Recommended.
লেখাঃ
শুভাশীষ মল্লিক
ইংরেজি বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
Copyright © 2020
ALL RIGHTS RESERVED BY EDNOUB PVT. LTD.
0 Comments
Drop your comment here ⬇