Ednoub Private Program

১ টাকায় চিকিৎসা সেবা দিচ্ছে জালাল উদ্দীন হাসপাতাল!




শুনতে অবাক লাগলেও মাত্র ১টাকায় চিকিৎসা সেবা চালু করেছে গাজীপুরের জালাল উদ্দীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। জালাল উদ্দীন চিকিৎসা ফাউন্ডেশন, হাসপাতাল ও নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. রাশেদুল হাসান (রানা) সেবাটি চালু করেছেন।





পুরো সেবাটি নিয়ন্ত্রিত হবে একটি পরিবারের জন্য ১ টি হেলথ কার্ড দিয়ে। হেলথ কার্ডের শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ৩৬৫ টাকা। কার্ডের মেয়াদ ৩৬৫ দিন (১ বছর) যা ব্যবহার করে একটি পরিবারের সকল সদস্যই কার্ডের সুবিধাসমূহ ভোগ করতে পারবে।


পুরো পরিবারের জন্য হেলথ কার্ডের উল্লেখযোগ্য সুবিধাসমূহ :

১। এম.বি.বি.এস. ডাক্তার ভিজিট ফ্রি
২। বিশেষজ্ঞ ডাক্তার ভিজিটে ৫০% ছাড়
৩। সকল ধরণের পরিক্ষা-নিরীক্ষায় ৪০% ছাড়
৪। ওষুধতে ৭% ছাড়
৫। গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ভিটামিন, ক্যালসিয়াম,আয়রণ বড়ি প্রদান
৬। গর্ভবতী মহিলাদের মুনাফা ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রদান।


ডাঃ রাশেদুল হাসান (রানা)



কার্ডের শর্তসমূহ:
১। সেবা গ্রহীতাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে
২। যার নামে হেলথ কার্ড করা থাকবে শুধুমাত্র তার মা-বাবা, ভাই-বোন, সন্তান, স্বামী/স্ত্রী কার্ডের সুবিধাসমূহ ভোগ করতে পারবে
৩। মেয়াদ শেষে নির্ধারিত ফি দিয়ে কার্ডের নবায়ন করতে হবে।

বিস্তারিত জানতে : ০১৯৪১৫৮১৮২০, ০১৪০০০৭৯০৪৭

প্রধান কার্যালয় : জালাল উদ্দিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জয়দরবপুর রোড, (রওশন সড়ক সংলগ্ন) চান্দনা চৌরাস্তা, গাজীপুর মহানগর।



প্র.বি/০১/২১/৪৫

Post a Comment

0 Comments