✅ What are the qualities of an ideal graphic designer?
Graphic Design হল একপ্রকারের অর্থবহ আর্ট অর্থাৎ গ্রাফিক ডিজাইন এমন শিল্প যেখানে মনের মাধুরী দিয়ে কাজ করা হয় এবং এর মধ্যে বিশেষ কোন বার্তা লুকানো থাকে।
যেমন ধরুন, আপনি একটি লোগো ডিজাইন করছেন, সেখানে একটি লোগো মূলত পুরো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আপনার কোন ধরাবাধা নিয়ম নেই যে আপনাকে শুধু একটি রং ই ব্যবহার করতে হবে কিংবা আপনি শুধু একটি Shape ই ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন গ্রাফিক ডিজাইন হল নিজের সৃজনশীলতাকে উপস্থাপনের সঠিক জায়গা এবং তবে অবশ্যই সেই সৃজনশীলতা কোন বিশেষ বার্তা বহন করবে।
আমি চাইলেই কি করে গ্রাফিক ডিজাইনার হতে পারি?
উত্তর হলো- একাডেমিক ট্রেনিং ও চেষ্টায় হয়ত আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতেই পারেন তবে একজন সফল, আদর্শ গ্রাফিক ডিজাইনার হতে হলে অবশ্যই বিশেষ কিছু গুণাবলি তো থাকতেই হবে তাইনা?
অনেক আলোচনা করে ফেললাম, আসুন এবার জেনে নেই কোন কোন গুণাবলি একজন গ্রাফিক ডিজাইনারের অবশ্যই থাকা উচিত-
👉কমিউনিকেশন ও নেটওয়ার্কিং দক্ষতাঃ আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার তখন আপনাকে নিদির্ষ্ট কমিউনিটি ও কমিউনিটির বাইরেও আপনার নেটওয়ার্কিং ভালো থাকতে হবে।
👉কৌতূহলীঃ গ্রাফিক ডিজাইনারকে অবশ্যই কৌতূহলী হতে হবে। রাস্তার পাশের বিলবোর্ড কিংবা একটি পোস্টারের অথবা কোন ব্র্যান্ডের লোগোর অন্তর্নিহিত ভাব কি সেটা বুঝতে চেষ্টা করতে হবে যথাসম্ভব।
👉অধ্যবসায়ী ও লক্ষ্য অনুযায়ী অগ্রসর হওয়াঃ আপনি যে কাজ করছেন সে কাজের প্রতি আপনার ডেডিকেশন শতভাগ না হলে কখনই সেই ক্ষেত্রতে আপনি সফল হতে পারবেন না। আবার অধ্যবসায়ী হওয়াটাও জরুরী। আপনি যে লক্ষ্যে কাজ শুরু করেছেন সেই এক লক্ষ্যে স্থির থেকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে।
👉মনোযোগী শ্রোতাঃ একজন গ্রাফিক ডিজাইনারে অবশ্যই মনোযোগী শ্রোতা হওয়া জরুরী। ক্লায়েন্ট কি বলতে চাইছে? কি ধরনের আউটপুট চাইছে সেটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে।
👉অন্যের উপহাস বা কটুক্তি সহ্য করার ক্ষমতাঃ আপনার ডিজাইন নিয়ে অনেকে অনেক ফালতু কথাই বলতে পারে কেননা আপনি যেভাবে ভাবছেন সেভাবে হয়ত আরেকজন ভাবতে পারছেনা তাই অন্যের উপহাসকে উপেক্ষা করে পরামর্শকে গ্রহন করতে হবে।
👉সময় সচেতনতাঃ অবশ্যই সময় সম্পর্কে সচেতন হতে হবে। গ্রাফিক ডিজাইনাররা বেশিরভাগ ক্ষেত্রে মুক্তপেশা/ ফ্রিল্যান্সিং করে থাকেন, ফ্রিল্যান্সিং হোক কিংবা গতানুগতিক চাকুরী হোক সবক্ষেত্রেই নিদির্ষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সাবমিট করা আদর্শ গ্রাফিক ডিজাইনারের লক্ষণ।
শেষকথা হলো, গ্রাফিক ডিজাইনারের গুণাবলি যদি আরেকজন সেরা গ্রাফিক ডিজাইনারের মুখ থেকেই শোনা যায় তাহলে বিষয়টি আরো বাস্তবমুখী হয়। তবে আসল কথা হলো এই সেক্টরে বর্তমানে অদক্ষ ডিজাইনারদের সংখ্যা বেড়ে গেছে ভয়ানকভাবে, যার ফলে কার্যত যারা ভাল ডিজাইনার তারা সেভাবে আয় করতে পারছে না! তাই গ্রাফিক ডিজাইনার হবার আগে এই পেশার নেতিবাচক দিকগুলোকেও অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
অনেক আলোচনা করে ফেললাম, আসুন এবার জেনে নেই কোন কোন গুণাবলি একজন গ্রাফিক ডিজাইনারের অবশ্যই থাকা উচিত-
👉কমিউনিকেশন ও নেটওয়ার্কিং দক্ষতাঃ আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার তখন আপনাকে নিদির্ষ্ট কমিউনিটি ও কমিউনিটির বাইরেও আপনার নেটওয়ার্কিং ভালো থাকতে হবে।
👉কৌতূহলীঃ গ্রাফিক ডিজাইনারকে অবশ্যই কৌতূহলী হতে হবে। রাস্তার পাশের বিলবোর্ড কিংবা একটি পোস্টারের অথবা কোন ব্র্যান্ডের লোগোর অন্তর্নিহিত ভাব কি সেটা বুঝতে চেষ্টা করতে হবে যথাসম্ভব।
👉অধ্যবসায়ী ও লক্ষ্য অনুযায়ী অগ্রসর হওয়াঃ আপনি যে কাজ করছেন সে কাজের প্রতি আপনার ডেডিকেশন শতভাগ না হলে কখনই সেই ক্ষেত্রতে আপনি সফল হতে পারবেন না। আবার অধ্যবসায়ী হওয়াটাও জরুরী। আপনি যে লক্ষ্যে কাজ শুরু করেছেন সেই এক লক্ষ্যে স্থির থেকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে।
👉মনোযোগী শ্রোতাঃ একজন গ্রাফিক ডিজাইনারে অবশ্যই মনোযোগী শ্রোতা হওয়া জরুরী। ক্লায়েন্ট কি বলতে চাইছে? কি ধরনের আউটপুট চাইছে সেটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে।
👉অন্যের উপহাস বা কটুক্তি সহ্য করার ক্ষমতাঃ আপনার ডিজাইন নিয়ে অনেকে অনেক ফালতু কথাই বলতে পারে কেননা আপনি যেভাবে ভাবছেন সেভাবে হয়ত আরেকজন ভাবতে পারছেনা তাই অন্যের উপহাসকে উপেক্ষা করে পরামর্শকে গ্রহন করতে হবে।
👉সময় সচেতনতাঃ অবশ্যই সময় সম্পর্কে সচেতন হতে হবে। গ্রাফিক ডিজাইনাররা বেশিরভাগ ক্ষেত্রে মুক্তপেশা/ ফ্রিল্যান্সিং করে থাকেন, ফ্রিল্যান্সিং হোক কিংবা গতানুগতিক চাকুরী হোক সবক্ষেত্রেই নিদির্ষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সাবমিট করা আদর্শ গ্রাফিক ডিজাইনারের লক্ষণ।
শেষকথা হলো, গ্রাফিক ডিজাইনারের গুণাবলি যদি আরেকজন সেরা গ্রাফিক ডিজাইনারের মুখ থেকেই শোনা যায় তাহলে বিষয়টি আরো বাস্তবমুখী হয়। তবে আসল কথা হলো এই সেক্টরে বর্তমানে অদক্ষ ডিজাইনারদের সংখ্যা বেড়ে গেছে ভয়ানকভাবে, যার ফলে কার্যত যারা ভাল ডিজাইনার তারা সেভাবে আয় করতে পারছে না! তাই গ্রাফিক ডিজাইনার হবার আগে এই পেশার নেতিবাচক দিকগুলোকেও অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
পড়ার জন্য ধন্যবাদ, আমাদের ব্লগ নিয়মিত ভিজিট করুন।
0 Comments
Drop your comment here ⬇