Ednoub Private Program

ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে : যেসব উপায়ে আনবেন...




ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে :-
১. সমালোচনা করবেন না। এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না।
২. তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করেন না।

৩. একজন ম্যাচিউর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন।
তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।

৪. একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা-মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা-মা স্বার্থহীন ভাবে তাদের জন্য সব কিছু করতে পারে।

৫. একজন ম্যাচিউর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন।

৬. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করেন না। কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।
পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।

৮. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর ভুল নিয়ে ঠাট্টা করেন না।
৭. একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুঁজে বের করেন এবং তা তিনি তাকে ব্যক্তিগত ভাবে তার ভুল শুধরে দেন। যা ইম-ম্যাচিউররা প্রকাশ করে থাকেন।

#Emtiaz_Kabir
#Department_of_English. At national university

© COLLECTED INFORMATION


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

0 Comments