Ednoub Private Program

History of English Literature How To Make A Good Result


১।An ABC of Engliish Literature বই থেকে History of English Literature এর অংশ পড়ে নিন।

২। বিসিএস/অন্যান্য প্রতিযোগিতামূলক বইয়ের ইংরেজির অংশে ইংরেজি সাহিত্যের ইতিহাসের আলোচনা থাকে সেটাও পড়ে নিন। (GROUP পোস্ট করা আছে)

৩। SET Suggestion প্রথম ক্রমানুযায়ী শেষ করুন। মানে প্রথমে পুরে কোর্সের Part-A পরে Part-B এবং শেষে Part-C পড়ুন। 
ক. এটা প্রয়োজনে কয়েক ধাপে করুন।
খ. যে প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়/ বেশি কঠিন মনে হয় তা নোট করে রাখুন।

৪। যা-ই পড়ুন, বুঝে পড়ার চেষ্টা করুন।

৫। সম্ভব হলে খুশির ঠেলায় বিভিন্ন লেখকের ইংরেজি সাহিত্য বিষয়ক বাংলা বইগুলো পড়তে পারেন।

৬। এখন অন্তত Study Guide এর Part-A একবার দেখে নিন আর ৩(ক) টেকনিক অনুসরন করুন। তারপর Part-B দেখে নিন, অতিরিক্ত আরো গুরুত্বপূর্ণ কিছু পেলে তা লিখে রাখতে পারেন। সবশেষে Part-C পড়ার চেষ্টা করুন।

৭। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে পরীক্ষার আগে যেন আবারও ৩ নং এ উল্লেখিত পদ্ধতি ২/১ বার অনুসরন করা যায়।

৮। আমাদের গ্রুপে আপলোডকৃত  শুভাশিস মল্লিকদার হ্যান্ডনোটগুলোও ফলো করুন।

৯। আমাদের Blog নিয়মিত ভিজিট করুন।

১০। এরপরেও কোনো সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করুন।

ধন্যবাদ সবাইকে।
Stay with EDNOUB 


EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.

Post a Comment

1 Comments

Drop your comment here ⬇